কারকনিউজ ডেস্ক : কোভিড-১৯ রোগী সন্দেহে এক নারীকে জঙ্গলে ফেলে পালিয়ে গেছেন তার স্বামী-সন্তান ও স্বজনরা।
সোমবার ১৩ এপ্রিল দিবাগত গভীর রাতে টাঙ্গাইলের সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাদিঘী গ্রামের এক জঙ্গল থেকে ওই নারীকে উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, জঙ্গলে এক নারীর চেঁচামেচির শব্দ শুনে তারা বিষয়টি উপজেলার নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবগত করেন। পরে প্রশাসনের লোকজন এসে ওই নারীকে উদ্ধার করে নিয়ে যান।
ইউএনও আসমাউল হুসনা লিজা বলেন, সোমবার রাত দেড়টার দিকে পুলিশ সদস্য, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসারকে নিয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করেন।
তিনি জানান, ওই নারী শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাসিন্দা। তার স্বামী-সন্তান গাজীপুরের সালনায় পোশাক কারখানায় কাজ করেন। গতরাতে তার পরিবারের সদস্যরা করোনা আক্রান্ত সন্দেহে তাকে জঙ্গলে থাকতে বলেন এবং সকালে বাড়ি ফিরিয়ে নেবেন বলে আশ্বাস দিয়ে পালিয়ে যান।
তাকে রাতেই উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান তিনি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহীনুর আলম জানান, ওই নারীর জ্বর, শ্বাসকষ্ট ও গলাব্যথা রয়েছে। রাতেই তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়েছে।
আজ সকালে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসোলেশন বিভাগে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
Discussion about this post