সৌদি রাজপরিবারের কট্টর সমালোচক এবং ওয়াশিংটন পোস্টের কলামিস্ট সাংবাদিক জামাল খাশোগি খুন হওয়ার আগে শেষ কি কথা বলেছিলেন তা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।
সংবাদমাধ্যমটি জানায়, খুন হওয়ার আগে খাশোগির শেষ কথা ছিল, ‘আমি নিশ্বাস নিতে পারছি না’
সিএনএন জানায়, খাশোগি হত্যাকাণ্ডের যে অডিও রেকর্ড পাওয়া গেছে সেটিতে এমন তথ্য পাওয়া গেছে।
খাশোগি হত্যাকাণ্ডে তুরস্ক যে অডিও হস্তান্তর করেছে সেটির প্রতিলিপি পড়েছে এমন একজনকে উদ্ধৃতি দিয়ে খবর প্রকাশ করেছে সিএনএন।
সূত্রটি জানায়, সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ড ছিল পূর্ব পরিকল্পিত এবং হত্যাকাণ্ড সম্পৃক্ত অনেক ফোনালাপ করা হয়। এসব ফোনালাপ সৌদি আরবের উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে হয় বলে জানিয়েছে সিএনএন।
প্রথিতযশা সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের সাথে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সরাসরি জড়িত বলে প্রথম থেকেই অভিযোগ করে আসছে তুরস্ক।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান জানান, ‘২ অক্টোবর খাশোগি ইস্তানবুলে সৌদি কনসুলেটে ঢোকার কিছুক্ষণ পরেই তাকে জেরা করেছিলেন সৌদি থেকে আসা গোয়েন্দারা। কথা কাটাকাটির পর তাকে প্রথমে মারধর করা হয়। তারপর গলাটিপে হত্যা করা হয়। এর পরেই শিরশ্ছেদ করা হয় সৌদির সরকারি নিয়ম মেনে। মুণ্ডচ্ছেদের পর সযত্নে শরীরটাকে টুকরো টুকরো করে কাটা হয়।’
‘কিন্তু ভারী শরীরের দেহাংশ রাতারাতি লোপাট করা সম্ভব নয় বুঝে তা নাইট্রিক অ্যাসিডে চোবানো হয়। দেহাংশ অ্যাসিডে কয়েক ঘণ্টা গলানোর পর তা নর্দমায় ফেলে দেওয়া হয়। বেশ কিছু অঙ্গপ্রত্যঙ্গ যা অ্যাসিডে গলেনি প্লাস্টিক কন্টেনারে রেখে অনেক দূরে কোনো ডাস্টবিনে ফেলার জন্য পাচার করে দেওয়া হয়।’
উল্লেখ্য, গত ২ অক্টোবর তুরস্কের সৌদি দূতাবাসে খুন হন সাংবাদিক জামাল খাশোগি। এরপর খাশোগি হত্যাকাণ্ডে সৌদি যুবরাজের জড়িত থাকার ব্যাপারে অভিযোগ তুলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও গোয়েন্দা। কিন্তু বরাবরই যুবরাজ জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে সৌদি আরব।
এছাড়া জামাল খাশোগি হত্যাকাণ্ডের তদন্তে তুরস্কের গোয়েন্দা সংস্থা অডিও রেকর্ড প্রকাশ করে। জানানো হয়, জামাল খাশোগির হাতে যে ঘড়ি ছিল সেটিতে সব কিছু রেকর্ড হয়।
Discussion about this post