কারকনিউজ ডেস্ক : সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নৌপথে ঢাকায় এবং নারায়ণগঞ্জ থেকে পটুয়াখালী জেলায় প্রবেশ করা ব্যক্তিদের কোয়ারেন্টাইন নিশ্চিত করার জন্য পটুয়াখালী নদীবন্দরে একটি লঞ্চকে ‘ভাসমান কোয়ারেন্টাইন ইউনিট’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার ১৪ এপ্রিল সকালে পটুয়াখালীর জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী নদী বন্দরে ‘এমবি এআর খান’ লঞ্চে এ কার্যক্রম উদ্বোধন করেন।
এসময় পটুয়াখালীর সিভিল সার্জন জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হেমায়েত উদ্দিন, পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লতিফা জান্নাতি, পটুয়াখালী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মোমেন সাদ, পটুয়াখালী নদী বন্দর কর্মকর্তা সাদিকুর রহমানসহ সংশ্লিষ্টর উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে যারা এ জেলায় প্রবেশ করবে তাদের ও তাদের পরিবারকে নিরাপদ রাখতে তথা পটুয়াখালী জেলার মানুষকে নিরাপদ রাখতে তাদের ১৪ দিন বাধ্যতামূলক লঞ্চে অবস্থান করতে হবে। এসময় বিআইডব্লিউটিএ, জেলা স্বাস্থ্য প্রশাসন, ও জেলা প্রশাসন সব ধরনের সহযোগিতা করবে।
Discussion about this post