কারকনিউজ ডেস্ক : টাঙ্গাইলে নতুন করে আ রও পাঁচ জনের দেহে করোনা ভাইরাসের জীবাণু পাওয়া গেছে। এ নিয়ে জেলা ৭ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হল।
নতুন আক্রান্তের মধ্যে ভঞাপুরের ৩ জন, মধুপুরে ১ জন এবং নাগরপুরে ১ জন।
টাঙ্গাইলের সিভিলসার্জন ডা: মো: ওয়াহিদুজ্জামান তথ্যটি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. মহিউদ্দিন আহমেদ জানান, রবিবার ১২ এপ্রিল সকালে ৯টি নমুনা পাঠানো হয়। এর মধ্যে ৩টি করোনা পজেটিভ হয়েছে। আক্রান্ত তিনজন গোবিন্দাসী ইউনিয়নের সাফলকুড়া ও জিগাতলা গ্রামের। ওই দুটি গ্রাম লকডাউন ঘোষণা করা হয়েছে।
মধুপুর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. রুবিনা আক্তার জানান, রবিবার ১২ এপ্রিল সকালে ৯টি নমুনা পাঠানো হয়েছিল। তার মধ্যে ১টি করোনা পজেটিভ হয়েছে। আক্রান্ত ব্যক্তি উপজেলার অরণখোলা ইউনিয়নের গোবদিয়া গ্রামের বাসিন্দা। তিনি জানান, উপসর্গ দেখার পর থেকেই ওই এলাকা লকডাউন করা হয়েছে। এখন পরিধি বাড়ানো হবে।
নাগরপুর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মোহাম্মদ রোকনুজ্জামান খান জানান, গত শনিবার ১১ এপ্রিল ৮টি নমুনা ঢাকায় পাঠানো হয়েছিল। এর মধ্যে ১টি পজেটিভ হয়েছে। আক্রান্ত ভাদ্রা ইউনিয়নের খাগুরিয়া গ্রামের বাসিন্দা (২০)। ওই এলাকা লকডাউন করা হয়েছে।
এর আগে জেলার মির্জাপুর ও ঘাটাইলে দুইজন কোরনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়। এ কারণে ওই দুটা এলাকার ১৫০ টি পরিবার লকডাউন করা হয়েছে।
Discussion about this post