মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের মির্জাপুরে করোন ভাইরাসের কারণে কর্মহীন হয়ে ঘরে থাকা পরিবারে খাদ্য সহায়তা দিলেন জেলা পরিষদ সদস্য সাইদুর রহমান খান।
সোমবার বিকেলে উপজেলা সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে পৌরসভার নয়টি ওয়ার্ডের দেড়শতাধিক কর্মহীন পরিবারের মাঝে তিনি এসব খাদ্যসামগ্রী বিরতণ করেন।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন প্রমুখ।তাঁর দেয়া খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ৮কেজি চাল, ১কেজি ডাল, ১ কেজি আলু, ১কেজি পেঁয়াজ, ১ লিটার তেল ও ১টি করে সাবান।এ ব্যাপারে মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও টাঙ্গাইল জেলা পরিষদ সদস্য সাইদুর রহমান খান বাবুল বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ এই মহাদুর্যোগে কর্মহীন মানুষের পাশে দাঁড়াতে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
Discussion about this post