কারকনিউজ ডেস্ক : নরসিংদীতে এক সাংবাদিকসহ একদিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১৬ জন। এ নিয়ে বর্তমানে এই জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ২০ জনে।
সোমবার ১৩ এপ্রিল নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন এই তথ্য নিশ্চিত করেছেন।
আক্রান্ত ব্যক্তিদের মধ্যে জেলা হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা, বেসরকারি একটি টিভি চ্যানেলের জেলা প্রতিনিধি ও সিভিল সার্জন কার্যালয়েরই সাতজন রয়েছেন।
সিভিল সার্জন বলেন, ‘গতকাল নরসিংদী থেকে করোনা উপসর্গ থাকা ২৮ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। আজ প্রাপ্ত ফলাফলে ১৬ জনের করোনা রিপোর্ট পজেটিভ আসছে। তাদের মধ্যে একজন সাংবাদিকও রয়েছেন।’
তিনি আরো বলেন, গতকাল পর্যন্ত মোট ১৪৪ জনের নমুনা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়। এর মধ্যে এখন পর্যন্ত ২০ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এমন পরিস্থিতিতে ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালকে ৮০ শয্যাবিশিষ্ট কোভিড-১৯ হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, গত ৮ এপ্রিল নরসিংদী জেলা সদর হাসপাতালের এক মালির করোনা পজেটিভ ধরা পড়ে। তিনি জেলার রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের বাসিন্দা। এরপর তার স্ত্রী ও তিন সন্তানসহ হাসপাতালের পাঁচজন চিকিৎসক ও সেবিকাকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়।
ওই মালির সংস্পর্শে আসা হাসপাতালের ১১ কর্মকর্তা-কর্মচারীরও নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। নমুনা পরীক্ষায় সবার করোনা নেগেটিভ আসলেও মালির স্ত্রীর করোনা পজেটিভ ধরা পড়ে।
Discussion about this post