চলতি বছর ৩১টি ওয়েবসাইটসহ ১১০০ সামাজিক মাধ্যম অ্যাকাউন্ট বন্ধ করেছে চীনা পুলিশ। ট্রলিং বা হুমকি দেওয়ার মতো অবৈধ কার্যক্রম চালানোয় এসব ওয়েবসাইট ও সামাজিক মাধ্যম অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বন্ধ করা অ্যাকাউন্টগুলোর মধ্যে কিছু সংখ্যক টেনসেন্ট-এর উইচ্যাট অ্যাকাউন্ট এবং কিছু সংখ্যক সিনা মালিকানাধীন ওয়েইবো’র। প্রাতিষ্ঠানিক বা ব্যক্তিগতভাবে ট্রল বা ব্ল্যাকমেইলের অভিযোগ ছিল অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শিনহুয়া’র প্রতিবেদনে বলা হয়, এই অ্যাকাউন্টগুলো থেকে নেতিবাচক তথ্য অনলাইনে পোস্ট করা হয় এবং পোস্ট মুছে ফেলার জন্য মুক্তিপন দাবি করা হয়।
সাম্প্রতিক বছরগুলোতে আরও কঠোর হয়েছে চীনের অনলাইন সেন্সরশিপ নীতিমালা।
বাজে কনটেন্ট এবং সেলিব্রেটিদের নিয়ে সংবেদনশীল তথ্য পোস্ট করায় চলতি বছর অ্যাকাউন্টগুলো বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
‘সংবেদনশীল, অশ্লীল বা রাজনৈতিকভাবে ক্ষতিকর কনটেন্ট’ পোস্ট করায় চলতি বছরের নভেম্বর মাসে স্বাধীনভাবে সংবাদ সরবরাহকারীদের ৯৮০০টি সামাজিক মাধ্যম অ্যাকাউন্ট বন্ধ করে দেশটির শীর্ষ সাইবার কর্তৃপক্ষ।
Discussion about this post