দেলদুয়ার (টাঙ্গাইল) সংবাদদাতা : করোনা ভাইরাস ঝুঁকিপূর্ন জেলা হতে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় রবিবার ১২ এপ্রিল পর্যন্ত ফেরত এসেছে ৭৯ জন।
জানা গেছে, নারয়নগঞ্জ ও ঢাকা জেলার মতো ঝুঁকিপূর্ণ এলাকা থেকে রাতের আঁধারে বিভিন্ন মালবাহী পরিবহনযোগে দেলদুয়ার উপজেলায় প্রবেশ করেছে তারা।
এর আগে মঙ্গলবার ৭ এপ্রিল বিকেল ৪টা থেকে দেলদুয়ার উপজেলাকে লকডাউন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার। এসময় তিনি জানান, লকডাউন চলাকালে অন্য জেলা বা উপজেলা থেকে দেলদুয়ার উপজেলায় কোন লোক প্রবেশ করতে পারবে না এবং দেলদুয়ার উপজেলার কোন লোক অন্য উপজেলা বা জেলায় যেতে পারবে না। কিন্তু লকডাউন অমান্য করে করোনা ভাইরাস (কভিড-১৯) ঝুঁকিপূর্ণ জেলা হতে দেলদুয়ার উপজেলায় প্রবেশ করায় বিভিন্ন গ্রামবাসীর মনে আতঙ্ক বিরাজ করছে।
দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলায় করোনা ভাইরাস (কভিড-১৯) ঝুঁকিপূর্ণ জেলা হতে এ পর্যন্ত ফেরত এসেছে ৭৯ জন। এদের মধ্যে রয়েছেন, উপজেলার আটিয়া ইউনিয়নে ৩৯ জন, ফাজিলহাটি ইউনিয়নে ১৩ জন, লাউহাটি ইউনিয়নে ১৩ জন, পাথরাইল ইউনিয়নে ৮ জন, ডুবাইল ইউনিয়নে ৫ জন, দেউলি ইউনিয়নে ১ জন ।
এ ব্যাপারে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া বলেন, করোনা ভাইরাস (কভিড-১৯) ঝুঁকিপূর্ণ জেলা হতে আসা ব্যক্তিদের ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া তাদের মধ্যে কোন প্রকার করোনা ভাইরাস (কভিড-১৯) লক্ষণ দেখা দিলে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।
Discussion about this post