কারকনিউজ ডেস্ক : টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা মরহুম সেতাব আলী খানের নাতনি বনিতা তাজিন খান (৩২) যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন। এর আগে গত সপ্তাহে তাজিনের শশুর অ্যাডভোকেট মোহাম্মদ আকন্দ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আমেরিকাতেই মৃত্যুবরণ করেছেন।
মৃত্যুকালে সে স্বামী, এক ছেলে, এক মেয়েসহ মা, দুই বোন, চাচা-চাচি এবং অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
রোববার ১২ এপ্রিল যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী ছিলেন।
তার পরিবারের সদস্যরা জানান, তাজিন স্বামী টাঙ্গাইল পৌর এলাকার মোহাম্মদ বিপ্লব ও তার পরিবারের সদস্যদের সঙ্গে নিউইয়র্কে বসবাস করতেন।
গত সপ্তাহে তাজিনের শ্বশুর অ্যাডভোকেট মোহাম্মদ আকন্দ নিউইয়র্কে কোভিড-১৯ রোগে মারা যান। তার স্বামী বিপ্লবও এই ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ছিলেন। তাজিনও একই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
শনিবার বিপ্লব সুস্থ হয়ে বাসায় ফিরতে পারেন।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহত তাজিনের স্বামী বিপ্লব করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। শনিবার (১১ এপ্রিল) তাজিনের স্বামী বিপ্লব সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছিলেন। এর আগে গত সপ্তাহে বিপ্লবের পিতা ও তাজিনের শশুর অ্যাডভোকেট মোহাম্মদ আকন্দ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আমেরিকাতেই মৃত্যুবরণ করেছেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ১০ দিনের ব্যবধানে বিপ্লবের পিতা ও স্ত্রী’র মৃত্যু হয়েছে।
Discussion about this post