কারকনিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশের চারটি জেলায় করোনা রোগী শনাক্ত হয়েছে। নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়েছে এই চার জেলায় যারা আক্রান্ত হয়েছেন তারা সেখানে ছিলেন না। তারা গত এক সপ্তাহের মধ্যে নারায়ণগঞ্জ বা ঢাকা থেকে ওইসব এলাকায় গেছেন।
রোববার ১২ এপ্রিল স্বাস্থ্য বুলেটিনে যোগ দিয়ে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।
নতুন সংযোজিত জেলাগুলো হলো- লক্ষ্মীপুর, লালমনিরহাট, ঠাকুরগাঁও এবং ঝালকাঠি।
ফ্লোরা জানান, জেলাভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে সবর্োচ্চ সংখ্যায় ঢাকা শহরের রয়েছেন ৬২ জন।
তিনি জানান, নতুন চারটি জেলায় যারা আক্রান্ত হয়েছেন তারা গত এক সপ্তাহে নারায়ণগঞ্জ বা ঢাকা থেকে গেছেন। সেজন্যই আমরা বারবার সতর্ক করছি। এই সময়ে আপনারা ভ্রমণ করবেন না।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা ৩৪ জনে দাঁড়িয়েছে।
এছাড়া একই সময়ে নতুন করে আরও ১৩৯ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে ৯৬ জন পুরুষ, ৪৩ জন নারী। এর আগে দেশে ৪২৪ জন কোভিডি-১৯ রোগে আক্রান্ত ছিলেন। নতুন আক্রান্তদের নিয়ে সে সংখ্যা ৬২১ জনে দাঁড়িয়েছে।
Discussion about this post