কারকনিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে মৃত্যু সংখ্যা ২০ হাজার ৫৫৭ জন। কোন দেশ হিসেবে এটাই সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। কাছাকাছি আছে ইতালি। ইতালিতে মৃত্যু ১৯ হাজার ৪৬৮ জন।
ওয়ার্ল্ডোমিটারের হিসাবে, রোববার বাংলাদেশ সময় সকাল ৯টার পর দেখা যায় যুক্তরাষ্ট্রে মোট সংক্রমিত হয়েছে ৫ লাখ ৩২ হাজার ৮৭৯ জন।
করোনাভাইরাস এ পর্যন্ত বিশ্বের ১৮৪টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে দেশটিতে আক্রান্ত হয়েছে ৮২ হাজার ৮০৯ জন। এর মধ্যে তিন হাজার ৩৩৭ জনের মৃত্যু হয়েছে।
Discussion about this post