কারকনিউজ ডেস্ক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা মামলার খুনি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের ফাঁসি ঢাকা কেন্দ্রীয় কারাগারে কার্যকর করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) রাত ১২টা এক মিনিটে তার ফাঁসি কার্যকর করা হয়।
মৃত্যুর আগে আবদুল মাজেদকে তওবা পড়ান কারা মসজিদের ইমাম। পরে, আবদুল মাজেদের ফাঁসি নিশ্চিত করেন সিভিল সার্জন। এ সময় কারাগারে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার এবং কারা মহাপরিদর্শক।
কারা সূত্র জানায়, কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফাঁসির মঞ্চ তৈরির পর এখন পর্যন্ত কোনো আসামির ফাঁসি কার্যকর হয়নি। বঙ্গবন্ধুর খুনি মাজেদের ফাঁসি কার্যকর মধ্য দিয়ে এটি কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রথম ফাঁসি।
Discussion about this post