কারকনিউজ ডেস্ক : করোনা পরিস্থিতি নিয়ে আগামীকাল রবিবার ১২ এপ্রিল বরিশাল ও খুলনা বিভাগের জেলাসমূহের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে দুই বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস উইং শনিবার ১১এপ্রিল গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।
ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী এ দুই বিভাগের সার্বিক পরিস্থিতি জানবেন এবং কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলোও জানতে চাইবেন।পাশাপাশি উদ্ভূত পরিস্থিতি কর্মকর্তাদের করণীয় নিয়ে নির্দেশনা দেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সব বিভাগের কর্মকর্তাদের সঙ্গে করোনা ইস্যুতে ধারাবাহিক ভিডিও কনফারেন্সের অংশ হিসেবে আগামীকালের এ ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়েছে।
সূত্র- ফোকাস বাংলা
Discussion about this post