কারকনিউজ ডেস্ক : পৌনে একঘণ্টা চেষ্টার পর রামপুরার ওয়াপদা রোডে বিদ্যুতের সাব-স্টেশনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শনিবার ১১ এপ্রিল বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে বিকেল পৌনে ৪টার দিকে বিকট শব্দ হওয়ার পর এ আগুন লাগার ঘটনা ঘটে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
ফায়ার সার্ভিস সদর দপ্তরে ডিউটি অফিসার রাসেল শিকদার বলেন, আগুন নিয়ন্ত্রণেই নয়, পুরোপুরি নিভিয়ে ফেলা হয়েছে। এখন ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। তদন্তের পর বলা যাবে আগুন লাগার কারণ।
Discussion about this post