গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন কর ফাঁকি দিয়েছেন কিনা তা জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) খতিয়ে দেখছে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।
রোববার সকালে রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব ভবনে এক সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান এ কথা জানান।
মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ড. কামাল হোসেন কর ফাঁকি দিয়েছেন কিনা তা খতিয়ে দেখছে এনবিআর। তবে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন প্রভাব না পড়ে সেই বিষয়টিও বিবেচনা করে কাজ করছে এনবিআর।
তিনি বলেন, আপনারা জানেন এই মুহূর্তে যদি খড়গহস্ত হয়ে যাই তাহলে অনেকে ভাববেন যে তিনি বিরোধীদলের পক্ষ হয়ে নির্বাচন করছেন, এজন্য তাকে ধরেছি। যাই হোক এ প্রক্রিয়া চালু থাকবে।
নির্বাচনে আসছে বলেই ছাড় দেওয়া হচ্ছে কি-না এমন প্রশ্নের জবাবে মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, না সিচ্যুয়েশন যাতে ওই দিকে না যায়। সেদিকে চিন্তা করেই তাকে ছাড় দিচ্ছি না।
চলতি বছরের ১৯ নভেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) এনবিআরকে এক চিঠি দেন ড. কামাল হোসেন। সেই চিঠিতে কর ফাঁকি দিয়েছেন কি-না তা জানতে চান তিনি।
Discussion about this post