মুম্বাইয়ের নামিদামি হীরা ব্যবসায়ী রাজেশ্বর উড়ানি কিশোরীলাল হত্যাকাণ্ডের তদন্তে নেমেই হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্যকে আটক করেছে পুলিশ। এই হত্যার সঙ্গে ক্ষমতাসীন বিজেপির সাবেক এক নেতার নামও এসেছে।
‘সাথ নিভানা সাথিয়া’ সিরিয়ালটিতে ‘গোপী বউ’ চরিত্রে দারুণ জনপ্রিয়তা পেয়েছেন বাঙালি কন্যা দেবলীনা।
মহরাষ্ট্র পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর প্রকাশ করেছে।
খবরে বলা হয়েছে, গত ২৮ নভেম্বর থেকে হীরা ব্যবসায়ী কিশোরীলাল নিখোঁজ। এতে তার পরিবার থানায় জিডি করে। এরপর গতকাল শনিবার এক ঝোঁপের ভেতর তার পড়ে যাওয়া লাশের সন্ধান মিলে।
পুলিশ জানিয়েছে, দেবলীনার সঙ্গে কিশোরীলালের দীর্ঘদিনের চেনাজানা ছিল। শুধু দেবলীনাই নন, আরও একাধিক টিভি অভিনেত্রী ও বার ডান্সারদের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল কিশোরীলালের। তবে হত্যাকাণ্ডে দেবলীনার সম্পৃক্ততা কিংবা ভূমিকা নিয়ে কিছু বলেনি পুলিশ।
এ ঘটনায় মহারাষ্ট্রের আবাসন মন্ত্রী প্রকাশ মেহতার প্রাক্তন সহযোগী সচিন পাওয়ারের যোগসূত্র আছে বলে ধারণা করছে পুলিশ।
Discussion about this post