বাংলাদেশের মেয়ে জান্নাতুল ফেরদৌস ঐশীকে পেছনে ফেলে ‘মিস ওয়ার্ল্ড ২০১৮’ এর বিজয়ী হয়েছেন মেক্সিকান সুন্দরী ভেনেসা পনসে দে লিওন।
শনিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় চীনের সানইয়াহ শহরে অনুষ্ঠিত হয় বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার ৬৮তম আসরের গ্র্যান্ড ফিনালে ভেনেসাকে বিজয়ী ঘোষণা করা হয়।
এসময় নিয়ম অনুযায়ী গেলবারের বিশ্ব সুন্দরী ভারতীয় কন্যা মানুষী ছিল্লার ভেনেসার মাথায় বিশ্ব সুন্দরীর মুকুট পরিয়ে দেন।
এবার এই প্রতিযোগিতায় বিশ্বের ১১৮ দেশের প্রতিযোগীরা অংশ নেন। যেখানে প্রথম রানার আপ হয়েছেন থাইল্যান্ডের সুন্দরী নিকোলেনে পিছাপা লিমসনসুকান।
তবে বাংলাদেশের জন্যও প্রাপ্তিটা একেবারে কম নয়। কেননা, এবারই প্রথম বাংলাদেশের কোনও প্রতিযোগী ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় সেরা ৩০ এর মধ্যে নির্বাচিত হয়।
যেখানে বঙ্গললনা ঐশী এখন সেরা ২০ বিশ্ব সুন্দরীর একজন।
Discussion about this post