খুলনা মহানগরীর রুপসা চানমারী সড়কের চানমারী পুলিশ ফাঁড়ির সামনে ইজিবাইক থেকে ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন মো. আবুল হোসেন ( ৪২) নামে এক ব্যক্তি।
রবিবার (৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল হোসেন চানমারী এলাকার মো. আব্দুল মালেক মাঝির ছেলে। দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশ আটক করলেও বাসের চালক, হেলপার সুপারভাইজার পালিয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান ১০টার দিকে আবুল হোসেন নিজ বাসা থেকে বের হয়ে ইজিবাইকে করে রুপসার দিকে যাচ্ছিল। ইজিবাইকটি চানমারী পুলিশ ফাঁড়ির কাছে পৌঁছলে সেটি মোড় ঘুরতে গেলে আবুল হোসেন ইজিবাইক থেকে ছিটকে পড়ে যায়।
এ সময়ে বিপরীত দিকে আসা বরিশালগামী বিআরটিসির বাস (খুলনা মেট্রো ব-১১-০০১০) তাকে পিষ্ট করে। এ সময়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আবুল হোসেন বাসের সুপারভাইজার হিসেবে কাজ করে বলে জানা গেছে।
এ বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবীর জানান, ‘দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।’
Discussion about this post