টাঙ্গাইলের সখীপুরে বয়স্কদের বিনামূল্যে চিকিৎসা সেবা, দরিদ্র মেধাবীদের শিক্ষা বৃত্তি ও অতিদরিদ্র দুই পরিবারকে বাড়ি নির্মাণ করে দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন প্রবীণ কল্যাণ কেন্দ্র।
রবিবার সকালে রোটারী ক্লাব অব ঢাকা মেগাসিটিসহ ১২টি রোটারী ক্লাবের সহযোগিতায় উপজেলার বড়চওনা প্রবীণ কল্যাণ কেন্দ্রে এ চিকিৎসা সেবার উদ্ধোধন করেন সাবেক সিভিল সার্জন ডা. শামসুল আলম।
দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় পাঁচশত বয়স্ক নারী পুরুষ সেবা নিতে আসেন। তাঁদের বিনামূল্যে মেডিকেল পরীক্ষা করে ওষুধ বিতরণ করা হয়। পরে স্থানীয় বড়চওনা উচ্চ বিদ্যালয়ের ১৫ জন দরিদ্র এসএসসি পরীক্ষার্থীদের ফরম ফিলাপের জন্য নগদ অর্থ বিতরণ করা হয়।
এ ছাড়া একই এলাকার অতিদরিদ্র রাজিয়া ও ফাতেমা নামের দুই পরিবারকে ১২ হাতের দুটি টিনের ঘর নির্মাণ করে দেন।
এসময় রোটারী ক্লাবের সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।
Discussion about this post