টাঙ্গাইলের মির্জাপুরে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলন, কবুতর উড়ানো, দুর্নীতি বিরোধী গণস্বাক্ষর, মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
রবিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মালেক জাতীয় পতাকা উত্তোলন ও কবুতর উড়ানোর মধ্যদিয়ে দিবসের উদ্বোধন করেন।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী মানবনন্ধনে ইউএনও আব্দুল মালেক, সহাকারী কমিশনার (ভূমি) আজগর হোসেন ছাড়াও উপজেলার প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ শ্রেণি পেশার প্রতিনিধিরা অংশ নেয়।
পরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মিয়াজ উদ্দিনের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি বিরোধী আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তৃতা করেন ইউএনও আব্দুল মালেক, সহকারী কমিশনার (ভূমি) মো. আজগর হোসেন, মির্জাপুর প্রেসক্লাব সভাপতি শামসুল ইসলাম সহিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি অধ্যক্ষ মফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ বক্তৃতা করেন।
দুর্নীতি বিরোধী আলোচনা সভায় অংশ গ্রহনকারী তিনজন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ইউএনও আব্দুল মালেক।
সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সততা সংঘের সদস্যগণ উপস্থিত ছিলেন।
Discussion about this post