আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে টাঙ্গাইলে মানববন্ধন করেছে দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) জেলা শাখা।
রবিবার সকালে শহরের শহীদ মিনারের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মানবন্ধনে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোশারফ হোসেন খান, দুর্নীতি প্রতিরোধ কমিটি জেলা শাখার সভাপতি ও ষাটের দশকের কবি বুলবুল খান মাহবুব, সহ-সভাপতি আতাউর রহমান আজাদ, সাধারণ সম্পাদক অধ্যাপক তরুণ ইফসুফ, সাংবাদিক রতন সিদ্দিকী, ব্র্যাক প্রতিনিধি মুনির হোসাইন খান, দুপ্রকের নির্বাহী সদস্য অধ্যক্ষ উৎপল সিংহ রায়, শাহ আব্দুর রশিদ, কবি আল রুহি, রওশনারা লিলি, মাসুদ রানা প্রমুখ।
মানব বন্ধনে মেজর জেনারেল মাহমুদুল হাসান কলেজ ও দারুল উলুম কালিম মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষিকা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, আগে নিজেরা দুর্নীতি মুক্ত হতে হবে। তার পর দুর্নীনির বিরুদ্ধে কাজ করতে হবে। আইনের ফাঁক ফোঁকড়ের কারণে অনেকেই দুর্নীতি করে পার পেয়ে যায়। তাই আইনের শতভাগ সঠিক ব্যবহার করতে হবে। তাহলেই সমাজ তথা দেশ থেকে দুর্নীতি দূর করা সম্ভব।
Discussion about this post