বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। টসে জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছে উইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েল।
রোববার বাংলাদেশ সময় দুপুর ১ টায় মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ক্যারিবীয়দের মুখোমুখি হবে বাংলাদেশ।
টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করা বাংলাদেশ ওয়ানডে সিরিজ শুরু করতে চায় জয় দিয়ে। অন্য দিকে ব্যর্থতার বৃত্ত ভাঙতে মরিয়া সফরে এখনও পর্যন্ত কোনো জয় না পাওয়া ওয়েস্ট ইন্ডিজ। দুই দলের আগের ৩১ ম্যাচের নয়টিতে জেতে বাংলাদেশ। ২০টিতে জেতে ওয়েস্ট ইন্ডিজ; পরিত্যক্ত হয় অন্য দুটি ম্যাচ।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের আগের আট দ্বিপাক্ষিক সিরিজের তিনটিতে জেতে বাংলাদেশ। পাঁচটিতে জেতে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। ২০০৯ সালে ক্যারিবিয়ানে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। ২০১২ সালে ৩-২ ব্যবধানে দেশের মাটিতে জিতেছিল সিরিজ। এই বছরের মাঝমাঝি সময়ে সবশেষ সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিল মাশরাফি বিন মুর্তজার দল।
বাংলাদেশ একাদশ:
বাংলাদেশ: তামিম ইকবাল, লিটন দাস, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ:
কিয়েরন পাওয়েল, শাই হোপ (উইকেটরক্ষক), ড্যারেন ব্রাভো, মারলন স্যামুয়েলস, শিমরন হেটমেয়ার, রোভমেন পাওয়েল (অধিনায়ক), রস্টন চেজ, কেমো পল, দেবেন্দ্র বিশু, কেমার রোচ ও ওশেন থমাস।
Discussion about this post