চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন চর পাথরঘাটা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৯ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
শনিবার বিকেলের দিকে গোপন সূত্রের খবরের ভিত্তিতে একটি মাইক্রোবাসে অভিযান চালিয়ে এই ইয়াবাসহ পাচারকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম ইব্রাহিম খলিল (৩৩)।
চট্টগ্রাম র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাশকুর রহমান ইয়াবা উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, কক্সবাজার থেকে মাইক্রোবাসযোগে বিপুল পরিমাণ ইয়াবা পাচার হয়ে চট্টগ্রামে প্রবেশ করতে পারে- এমন খবরের ভিত্তিতে র্যাবের একটি দল চরপাথরঘাটা এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি অভিযান পরিচালনা করে। এই সময় কক্সবাজার থেকে চট্টগ্রাম অভিমুখী একটি মাইক্রোবাসের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় র্যাব মাইক্রোবাসটিকে থামানোর সঙ্কেত দেয়। কিন্তু সেটি সঙ্কেত উপেক্ষা করে পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা এটিকে আটক করতে সক্ষম হয়। পরে মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ১৯ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইব্রাহীম খলিলকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইব্রাহীমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে র্যাব জানিয়েছে।
Discussion about this post