ঋণ খেলাপির অভিযোগে কৃষক শ্রমিক ও জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর টাঙ্গাইল-৪ ও টাঙ্গাইল-৮ আসনের মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল করেছে নির্বাচন কমিশন।
শনিবার (৮ ডিসেম্বর) ইসির অস্থায়ী এজলাসে আপিল শুনানি শেষে এ তাঁর মনোনয়নপত্র অবৈধ আদেশ দেয় নির্বাচন কমিশন।
গত ২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই কার্যক্রমে টাঙ্গাইল-৪ (কালিহাতি) ও টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনে বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকীর দাখিল করা মনোনয়ন বাতিল করা করেছিল রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক। পরে নির্বাচন কমিশনে আপিল করেন তিনি।
কিন্তু আপিলেও প্রার্থিতা ফিরে পেলেন না কাদের সিদ্দিকী।
Discussion about this post