১২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের গেইটে লাগানো তালা খুলে দিয়েছে চাঁদপুর-১ আসন থেকে মনোনয়ন বঞ্চিত সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের সমর্থকরা।
মিলনকে মনোনয়ন দিতে এ আল্টিমেটাম দিয়ে শনিবার (৮ ডিসেম্বর) দুপুরে পল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তালা খুলে দেয়।
এ সময় চাঁদপুর জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন সাংবাদিকদের বলেন, আগামী ১২ ঘন্টার মধ্যে যদি এহসানুল হক মিলনকে মনোনয়ন না দেয়া হয় তাহলে গুলশান বিএনপি চেয়ারপার্সন কাযালয় এবং নয়াপল্টনের পার্টি অফিসে আবারও তালা লাগানো হবে।
দাবি না মানলে বৃহত্তর ও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
কারও আশ্বাসে তালা খুলেছেন কি না সাংবাদিক এমন প্রশ্নের জবাবে আলা উদ্দিন বলেন, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আমাদের আশ্বাস দিয়েছেন মিলন ভাইয়ের মনোনয়ের ব্যাপারে দল বিবেচনা করবে। এ আশ্বাসেই আমরা এ কর্মসূচি ১২ ঘন্টার জন্য স্থগিত করছি।
Discussion about this post