একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানি শেষ হয়েছে। শুনানি শেষে তিন আসনেই খালেদা জিয়ার মনোনয়ন স্থগিত করা হয়েছে।
শনিবার (৮ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের ১১তলায় অস্থায়ী এজলাসে শুনানি শুরু হয়। শুনানি করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাসহ অন্যান্য কমিশনাররা।
নির্বাচন কমিশন জানিয়েছে, তিন আসনে খালেদা জিয়ার প্রার্থিতা বিষয়ে আপিলের সিদ্ধান্ত আজ বিকেল ৫টায় জানানো হবে।
এর ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া লড়তে পারবেন কি না, তা এখনো স্পষ্ট নয়।
প্রসঙ্গত, এবারের নির্বাচনে বগুড়া-৬, বগুড়া-৭ ও ফেনী-১ আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। তবে তিনটি আসনেই তার মনোনয়নপত্র বাতিল করা হয়। পরবর্তীতে তার প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করা হয়।
Discussion about this post