আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেও যারা দলীয় মনোনয়ন পাননি তাদের উদ্দেশে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি খোলা চিঠি লিখেছেন।ডাক যোগে এ চিঠি মনোনয়ন বঞ্চিতদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।
শনিবার (৮ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন দলের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।
কতজন বিদ্রোহী প্রার্থী আছেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এমন প্রার্থী ২৪ জন ছিল। তাদের মধ্যে ৬-৭ জন মনোনয়ন প্রত্যাহার করে নিতে রাজি হয়েছেন। আশা করছি, আগামীকালের মধ্যে সবাই প্রত্যাহার করে নিবেন। এ বিষয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে তাদের কথা হচ্ছে।
Discussion about this post