ইংলিশ প্রিমিয়ার লীগে খেলার আগ্রহ প্রকাশ করেছেন প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। নিজের ইউটিউভ চ্যানেলে একটি প্রশ্নোত্তর পর্বে আয়োজন করেন তিনি।
প্রশ্নোত্তর পর্বে নেইমারকে প্রশ্ন করেন ম্যানচেস্টার সিটির ফ্রেঞ্চ লেফটব্যাক বেনজামিন মেন্ডি। কখনো কি তুমি প্রিমিয়ার লীগে খেলতে চাও? এমন প্রশ্নের জবাবে নেইমার বলেন, ‘এটা অনেক বড় প্রতিযোগিতা। প্রিমিয়ার লীগ বিশ্বের অন্যতম সেরা লীগ। আগামীকাল কী হবে তা আমরা কেউ জানি না। আমি জানি না আমার ভবিষ্যতে কী আছে। কিন্তু আমার বিশ্বাস, প্রত্যেক সেরা ফুটবলারের অন্তত একদিনের জন্য হলেও ইংলিশ লিগে গিয়ে খেলা উচিত। কেউ যদি ওখানে খেলে, আশা করছি সে প্রিমিয়ার লীগ উপভোগ করে যেতে পারবে। কারণ, আপনি শুধু সেরাটাই প্রত্যাশা করবেন।’
পিএসজি থেকে নেইমারকে আনতে হলে মোটা অঙ্কের অর্থ ঢালতে হবে আগ্রহী ক্লাবকে। বার্সাকে নেইমারের রিলিজ ক্লজের পুরো ২২২ মিলিয়ন ইউরো পরিশোধ করে ফরাসি চ্যাম্পিয়নরা। ইউরোপে ক্যারিয়ার শেষ করে যুক্তরাষ্ট্রের ফুটবলে দেখা যেতে পারে নেইমারকে।
Discussion about this post