যৌন হেনস্তার অভিযোগে দুবাইতে গ্রেফতার হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন বলিউডের জনপ্রিয় গায়ক মিকা সিংহ। বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) রাতে তাকে ছেড়ে দেওয়া হয়। আবুধাবিতে ভারতীয় দূতাবাসের তরফে নভদীপ সিংহ সুরি গাল্ফ নিউজকে এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, দুবাইয়ে ১৭ বছরের এক ব্রাজিলিয়ান কিশোরীকে কিছু আপত্তিকর ছবি পাঠিয়েছিলেন মিকা সিং। এরপর ওই কিশোরী দুবাইয়ের মুরাক্কাবাত থানায় অভিযোগ করেন। তার অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ৩টার দিকে দুবাইয়ের একটি বার থেকে মিকা সিংকে গ্রেফতার করা হয়।
একটি অনুষ্ঠানে যোগ দিতে আপাতত দুবাইতেই রয়েছেন মিকা। আপাতত ছাড়া পেলেও ভবিষ্যতে মিকাকে আদালতে যেতে হতে পারে বলে মনে করছেন অনেকে।
Discussion about this post