রাজশাহীর চারঘাটে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলিসহ সুজন ওরফে জলিল নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে। শুক্রবার (৭ ডিসেম্বর) জেলা গোয়েন্দা পুলিশ তাকে আটক করে।
ডিবি পুলিশের হাতে আটক জলিল রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুর কান্দিপাড়া এলাকার মহসিনের ছেলে। তাকে চারঘাট থানার টাঙ্গন এলাকা থেকে আটক করা হয়।
রাজশাহী জেলা পুলিশের সিনিয়র এএসপি আব্দুর রাজ্জাক খান জানান, শুক্রবার সকালে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টাঙ্গন এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলিসহ অস্ত্র ব্যবসায়ী সুজনকে আটক করে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে বলে আরো তিনি জানান।
Discussion about this post