আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল জল্পনা-কল্পনা ও গুজবের অবসান ঘটিয়ে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুঞাপুর) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে চুড়ান্ত মনোনয়ন পেয়েছেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছোট মনির।
শুক্রবার বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা স্বাক্ষরিত প্রতীক বরাদ্দের চিঠি ছোট মনিরের হাতে তুলে দেয়া হয়।
উল্লেখ্য, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুঞাপুর) আসনে প্রাথমিক অবস্থায় ছোট মনির ও বর্তমান এমপি খ.আসাদুজ্জামের ছেলে খ. মশিউজ্জামান রোমেলকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হয়। এ নিয়ে এ আসনে চলতে থাকে নানা জল্পনা-কল্পনা। পরিশেষে ছোট মনিরকে একক প্রার্থী করায় সকল জল্পনা-কল্পনা ও গুজবের অবসান ঘটলো।
Discussion about this post