রাজধানীর মিরপুর ভাষানটেকের একটি বাসা থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদে উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন রিকশাচালক রাশেদ (২৬) ও তার স্ত্রী মালা আক্তার (২০)।
রাশেদ ভোলা সদর উপজেলার সিদ্দিক মিয়ার সন্তান ও তার স্ত্রী মালা চাঁদপুর মতলব জয়পুর উপজেলার শাজাহান পাটোয়ারীর সন্তান। বর্তমানে তারা ক্যান্টনমেন্টের মানিকদী এলাকায় থাকতেন।
শুক্রবার (৭ ডিসেম্বর) দুপুরে ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির আহমেদ জানান, ‘বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) রাতে সংবাদ পেয়ে ভাষানটেক দেওয়ান পাড়ার দ্বিতীয় তলা মসজিদের পাশে একটি বাড়ি থেকে রাশেদ ও তার স্ত্রী মালার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মৃতদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি ছয়দিন আগে দেওয়ানপাড়া এলাকার একটি ঘর ভাড়া নিয়ে তারা স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ওঠেন। পরে আমরা সংবাদ পেয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাদের মৃতদেহ উদ্ধার করি। উভয়ের মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
Discussion about this post