রকিং ভয়েসের কারণে বলিউড প্লেব্যাক গায়ক মিকা সিংয়ের জনপ্রিয়তা আকাশচুম্বী। ‘#মিটু’ আন্দোলন শুরু হলে গায়িকা সোনা মহাপাত্র যৌন হেনস্তার অভিযোগ করছিলেন মিকা সিংয়ের বিরুদ্ধে। সে অভিযোগ অস্বীকার করলেও এবার ব্রাজিলিয়ান এক তরুণীর করা যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার হলেন মিকা সিং।
মিকা সিং দুবাইয়ে ১৭ বছরের এক ব্রাজিলিয়ান কিশোরীকে কিছু আপত্তিকর ছবি পাঠিয়েছিলেন। এরপর ওই কিশোরীর অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করেছে দুবাই পুলিশ।
ভারতীয় একটি প্রভাবশালী গণমাধ্যমের খবর অনুযায়ী, ওই কিশোরী দুবাইয়ের একটি থানায় যৌন হেনস্থার অভিযোগ করে। এরপর বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ৩টার দিকে দুবাইয়ের একটি বার থেকে মিকা সিংকে গ্রেফতার করা হয়।
মিকা সিং বর্তমানে আবুধাবির জেলে আছেন। বলিউডের এক অনুষ্ঠানে যোগ দিতে দুবাই গিয়েছিলেন মিকা সিং।
মিকা সিংয়ের জনপ্রিয় গানের মধ্যে সিং ইজ কিং (সিং ইজ কিং), মউজা হে মউজা (জব উই মেট), ইবনে বতুতা (ইশক্), ধান্নো (হাউজফুল), ঢিঙ্কা চিকা (রেডি), দেশি বিট (বডিগার্ড), পুঙ্গি (এজেন্ট বিনোদ), তুই আমার হিরো (রংবাজ), রানি তু মে রাজা (সন অফ সর্দার) ইত্যাদি উল্লেখযোগ্য।
Discussion about this post