একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামকে জয়ী করতে এ এলাকার আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত সকল প্রার্থী, দলের প্রথম সারির সকল নেতা এবং মাঠ পর্যায়ের সকল কর্মীরা বিভেদ ভুলে এক ছাদের নিচে জমায়েত হয়েছেন বলে জানা গেছে। এ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহেরকে জয়ী করতে সম্প্রতি উপজেলা, পৌর সভা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে বর্ধিতসভা এবং কেন্দ্রভিক্তিক নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছেন তারা।
সখীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ এবং বাসাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী অলিদ ইসলাম জানান, দলের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে জয়ী করতে ইতিমধ্যে আমরা দলের ভেতরের সকল বিরোধ নিষ্পত্তি করেছি। এ আসনের ২টি উপজেলা ও পৌরসভাসহ, সখীপুরের ৮টি ইউনিয়ন, ৮৮ টি ওয়ার্ডে জরুরী বর্ধিত সভা করা হয়েছে। এসব বর্ধিত সভায় নেতাকর্মীদের উদ্দেশ্য করে দলের শীর্ষ নেতারা বিভেদ ভুলে অত্যন্ত চ্যালেঞ্জের এই নির্বাচনে সম্মিলিতভাবে সকলকে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করতে আহ্বান করে ভিপি জোয়াহেরকে জয়ী করতে বলেছেন।
এছাড়াও বাসাইলে ১শ’ সদস্য বিশিষ্ট ৫৩টি এবং সখীপুরে ৫০ সদস্য বিশিষ্ট ৮১টি কেন্দ্র ভিক্তিক নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
সখীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ বলেন, আমরা সবাই আওয়ামী লীগের সৈনিক। জননেত্রী শেখ হাসিনা কর্মীবান্ধব, জনবান্ধব যোগ্য একজন ব্যক্তি জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহেরকে মনোনয়ন দিয়েছেন। যারা প্রার্থী হয়েছিলেন কিন্তু মনোনয়ন পাননি তারাও নৌকার সৈনিক, তাই তারাও আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার নির্দেশে নৌকার পক্ষে কাজ করছেন।
এ ব্যাপারে বাসাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী অলিদ ইসলাম বলেন, সকল প্রার্থী এবং প্রার্থীর সমর্থকরা অত্যন্ত আন্তরিক পরিবেশে মাননীয় সভানেত্রী শেখ হাসনার নির্ধারিত প্রার্থী জোয়াহেরুল ইসলামকে জয়ী করতে কাজ করছে। আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত এই আন্তরিক পরিবেশে কার্যক্রম চালিয়ে যেতে পারলে নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত।
Discussion about this post