নরসিংদীর শিবপুর উপজেলায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন।
শুক্রবার সকাল ১১টার দিকে ঢাকা-সিলেট মহসড়কের সৈয়দ নগরে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম জানা যায়নি।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মনোহরদীগামী রয়েল পরিবহনের একটি বাস ও মনোহরদী থেকে নরসিংদীগামী একটি লোকাল বাসের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই চারজন নিহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধারের চেষ্টা করছে। আহতদের জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
Discussion about this post