রাজধানীর ১৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি রাকিব হাসানকে (২৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে মহাখালীর টিঅ্যান্ডটি কলোনিতে তার ওপর এ হামলা হয়। এ সময় আহত হয়েছেন ছাত্রলীগকর্মী নূর ইসলাম।
বনানী থানার এএসআই নাজমুল বলেন, ছাত্রলীগ সভাপতি রাকিব হাসান সংগঠনের কর্মী নূর ইসলামকে নিয়ে মহাখালীর টিঅ্যান্ডটি কলোনি এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় কে বা কারা তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
দুর্বৃত্তরা তাদের ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেন। রাত সোয়া ১টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন।
নিহত রাকিব বনানী থানার ১৯ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি বলে জানা গেছে।
Discussion about this post