আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিজয়ের মাসে কর্মসূচি ঘোষণা করেছে ১৪ দল।
বৃহস্পতিবার বেলা ১১টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বৈঠক শেষে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া এ কর্মসূচির ঘোষণা করেন।
কর্মসূচি মধ্যে রয়েছে- আগামী ১১ ও ১২ ডিসেম্বর সিরাজগঞ্জে, ১৩, ১৪ ও ১৫ ডিসেম্বর ঢাকায়, ১৯ ডিসেম্বর ফেনীতে, ২১ ডিসেম্বর কুষ্টিয়ায়, ২২, ২৩ ও ২৪ ডিসেম্বর রাজশাহী, নওগাঁ ও গাইবান্ধায় সমাবেশের আয়োজন করা হবে।
এক কর্মসূচির সঙ্গে ১৬ ডিসেম্বর সারা দেশে বিজয় মঞ্চ শুরুর কথা জানিয়েছেন নৌমন্ত্রী শাজাহান খান। সম্মিলিত সাংস্কৃতিক জোট ও সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ বিজয় মঞ্চ পরিচালন করবে।
১৬ ডিসেম্বর শাহবাগে বিজয় মঞ্চের উদ্বোধন করবেন ১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।
এ ছাড়া আরও দুটি কর্মসূচি নেয়া হয়েছে, তা হচ্ছে-সম্মিলিত সাংস্কৃতিক জোট ও সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ ১৪ ডিসেম্বর রায়েরবাজার বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং ১৫ ডিসেম্বর শাহবাগে জমায়েত ও বিজয় র্যালি করবে।
Discussion about this post