গুজব থেকে সাবধান থাকার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন গুজব একটি দেশলাইয়ের মতো। এর মাধ্যমে বিশাল অগ্নিকাণ্ড ঘটতে পারে এবং সামাজিক ও রাষ্ট্রীয় স্থিতি নষ্ট হতে পারে। এজন্য তথ্য সঠিকভাবে যাচাই না করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড না করার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে গুজববিরোধী একটি জনসচেতনতামূলক বিজ্ঞাপনের (টিভিসি) উদ্ধোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘সবাই সোশাল মিডিয়ায় দেখেছেন যে কুরুচিপূর্ণ বক্তব্য ও ছবি আপলোড করা হচ্ছে। দেখলেও লজ্জায় মাথানত হয়। এটা দণ্ডনীয় অপরাধ, যারাই করুক তাদের আমরা চিহ্নিত করেছি এবং করছি।’
অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামলা উদ্দিন ও র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ উপস্থিত ছিলেন।
Discussion about this post