আগামী ১০ ডিসেম্বর (সোমবার) দুপুর ২টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে জাতীয় ঐক্যফ্রন্ট।
বৃহস্পতিবার (০৬ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ জনসভার ঘোষণা দেন।
রিজভী বলেন, ‘জনসভা উপলক্ষে আমরা পুলিশ কমিশনার ও সোহরাওয়াদী উদ্যানের কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছি। আশা করছি ১০ ডিসেম্বর সোমবার ঐক্যফ্রন্টের এই জনসভা সার্থক হবে, সাফল্য মণ্ডিত হবে।’
নিবাচনকে প্রহসনে পরিণত করছে সরকার এমন মন্তব্য করে রুহুল কবির রিজভী বলেন, ‘আওয়ামী লীগের জনসমর্থন শূন্য, তাই একতরফা নিবাচনের সমস্ত কলাকৌশল অবলম্বন করছে। আর এ কাজে সরকারকে সার্বিক সহযোগিতা করছে বর্তমান নির্বাচন কমিশন।’
Discussion about this post