ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী অরিত্রী অধিকারীর আত্মহত্যার মামলায় তার শ্রেণিশিক্ষক হাসনা হেনাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করেন।
ডিবির (পূর্ব) সহকারী কমিশনার (এসি) আতিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, পল্টন থানায় অরিত্রীর বাবা আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার যে মামলা দায়ের করেছেন, সেই মামলার তিন নম্বর আসামি হাসনা হেনা। তাকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
Discussion about this post