মেজাজ হারানো ম্যারাডোনা নামটির সমার্থক হয়ে উঠেছে। ক’দিন পর পরই নতুন নতুন কাণ্ড বাঁধিয়ে বিশ্বজুড়ে অগণিত ভক্ত-সমর্থকদের চোখ কপালে তুলতে তার মতো পারঙ্গম আর কে আছে! আর্জেন্টাইন কিংবদন্তি সেই ডিয়েগো ম্যারডোনা এবার নতুন ঘটনায় জড়ালেন। প্রতিপক্ষ শিবিরের এক সমর্থককে ধাওয়া দিয়ে আবারও আলোচনায় উঠে আসলেন তিনি।
মেক্সিকোর দ্বিতীয় বিভাগের ক্লাব দোরাদোসের কোচ ম্যারাডোনা। তার হাত ধরেই ক্লাবটি এবার প্রথম বিভাগে খেলার স্বপ্ন দেখছিল। সেই পথে সব কিছু ঠিকঠাকভাবেই এগোচ্ছিল। কিন্তু ফাইনালের দ্বিতীয় লেগে হেরে স্বপ্ন জলাঞ্জলি দিতে হয়েছে দলটিকে।
প্রতিপক্ষ সান লুইসের বিপক্ষে প্রথম লেগে ১-০ গোলের জয় পেয়েছিল দোরাদোস। দ্বিতীয় লেগে তাই ড্র করলেন প্রথম বিভাগ নিশ্চিত হয়ে যেতো। কিন্তু ম্যাচের শুরুতেই সান লুইসের কোচ আলফোনসো সোসাকে থ্রেট করায় লাল কার্ড দেখে ডাক আউট থেকে গ্যালারিতে চলে যেতে হয় ম্যারাডোনাকে।
তবে কোচ গ্যালারিতে থাকলেও তার শিষ্যরা দারুণভাবেই এগোচ্ছিল। ৩২ মিনিটের মধ্যেই ১-০ গোলে এগিয়ে যায় দোরাদোস। দুই ম্যাচ মিলিয়ে তখন তারা ২-০ তে এগিয়ে। স্বপ্নটা তাই গ্যারিতে বসেই হয়তো দেখা শুরু করছিলেন ম্যারাডোনা।
কিন্তু হঠাৎ ৪৫, ৬৫ ও ৭৫ মিনিটে তিন গোল করে দুর্দান্তভাবে ম্যাচে ফিরে আসে সান লুইস। ৫৬ মিনিটে দ্বিতীয় গোল করে ব্যবধান কমায় দোরাদোস।
নির্ধারিত ৯০ মিনিট শেষে ৩-২ গোলের ব্যবধানে, দুই লেগ মিলিয়ে ৩-৩ গোলে সমতায় দুই দল। ফলে অতিরিক্ত সময়ের খেলা শুরু হয়। তখন আরেক গোল করে দোরাদোসের স্বপ্ন ভেঙে দেয় সান লুইস।
হারের ক্ষত, তার উপর ম্যাচের শুরুতেই কোচ হিসেবে লাল কার্ড এমনিতেই ম্যারডোনাকে বিরক্তিকর অবস্থায় ফেলেছিল। ঠিক এমন সময় ম্যারডোনা যখন মাঠ ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন তখনই প্রতিপক্ষ দলের কিছু সমর্থক ম্যারাডোনার ওজনকে কটাক্ষ করে দুয়ো দিতে থাকে।
তাতেই তেলেবেগুনে জ্বলে উঠেন ম্যারাডোনা। এসময় সান লুইসের এক সমর্থকের দিতে তেড়ে যান তিনি। ধাওয়া খেলে ওই সমর্থক দ্রুত সরে যায়। ম্যারাডোনা তখন সান লুইস সমর্থককে থ্রেট করে বলতে থাকেন- ‘যদি সাহস থাকে তবে সামনে এসে কথা বল’।
উল্লেখ্য, চলতি বছরের সেপ্টেম্বরে দোরাদোসের কোচের দায়িত্ব নেন ম্যারাডোনা। তার দায়িত্ব নেয়ার সময় মেক্সিকান ওই লিগে মোট ১৫টি দলের মধ্যে দোরাদোসের অবস্থান ছিল ১৩ নম্বরে। তবে ৬ ধাপ এগিয়ে সপ্তম অবস্থানে থেকে মৌসুম শেষ করলো ক্লাবটি।
Discussion about this post