কক্সবাজারের পেকুয়ায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তারেক (৩০) নামের এক শীর্ষ জলদস্যু নিহত হয়েছে।
বুধবার ভোর সাড়ে ৪টার দিকে কক্সবাজারের পেকুয়ার মগনামা এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত তারেক কুতুবদিয়ার উত্তর ধুরং এলাকার আবদুস শুক্কুরের ছেলে।
ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও দুটি ওয়ান শুটারগান, ২৩ রাউন্ড গুলি এবং চার রাউন্ড খালি খোসা উদ্ধার করা হয়েছে। র্যাবের দাবি, নিহত তারেক এলাকার অন্যতম শীর্ষ জলদস্যু।
র্যাব সূত্রে জানা যায়, পেকুয়ার মগনামা অদুরে জলদস্যুরা অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ অভিযান চালায়। এসময় জলদস্যুরা র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে জলদস্যুরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে এক জলদস্যুকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পেকুয়া থানার ওসি জাকির হোসেন বলেন, সকাল ৬টার দিকে নিহত জলদস্যুর লাশ পেকুয়া থানায় নিয়ে আসে র্যাব। নিহতের স্বজনরা কেউ এখন যোগাযোগ করেনি।
Discussion about this post