টাঙ্গাইলে ১১টি মোবাইল সেট ও ১টি ট্যাবসহ মো. আব্দুর রহিম ওরফে কালু নামের এক মোবাইল চোরকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ।
সোমবার বিকেলে টাঙ্গাইল শহরের কান্দাপাড়া এলাকা হতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণের এসআই মো. হাফিজুর রহমান (১), এসআই আই হাবিব আল নোমান, এএসআই মো. হাফিজুর রহমানের নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ওই ব্যক্তি বাসাইল উপজেলার কাশিল গ্রামের আব্দুল বারেক মিয়ার ছেলে।
এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণের অফিসার্চ ইনচার্জ (ওসি) শ্যামল কুমার দত্ত বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে উক্ত আসামীকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে প্রচলিত আইনে মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Discussion about this post