গত মৌসুমে রিয়াল মাদ্রিদে ছিলেন পর্তুগীজ যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার তিনি ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে। গতবার তার গোলেই চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে শিরোপা হাত ছাড়া হয়েছিল জুভদের।
গতবার শিরোপার একদম কাছে গিয়ে হেরে যাওয়া জুভদের রোনালদোর প্রতি রাগ কিংবা অভিমান থাকা স্বাভাবিক। রোনালদো স্পটকিকে শিরোপা থেকে ছিটকে যাওয়া জুভেন্টাস কোচ ম্যাসিমিলিয়ানো আলেগ্রি এবার মজা করে বললেন, প্রতিটি স্পট কিক থেকে গোল করলেই ক্ষমা মিলবে রোনালদোর।
এ মৌসুমের শুরুতে তুরিনে আসা রোনালদো এ পর্যন্ত ইতালিয়ান চ্যাম্পিয়নদের হয়ে ১৮ ম্যাচে করেছেন ১১ গোল।
গত শনিবার সেরি-এ লিগে ফিওরেন্তিনার বিপক্ষে স্পটকিকে লক্ষ্যভেদ করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। জুভেন্টাসে আসার পর থেকে দলের পেনাল্টি শট নিচ্ছেন রোনালদো।
Discussion about this post