সাত বছরের শিশু রায়ানকে তার বাবা-মা ‘রায়ান টয়’স রিভিউ’ নামে একটি ইউটিউব চ্যানেল খুলে দেন। উদ্দেশ্য ছিল-রায়ান তার খেলনাগুলো দিয়ে কীভাবে খেলা করে তা তার বন্ধুদের দেখানো। তিন বছর আগে খুলে দেওয়া এ চ্যানেলটি যে একদিন হাজার শত কোটি টাকার সম্পদ হবে, তা কে জানতো?
কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি- খেলাচ্ছলে এ শিশুটি ইউটিউব থেকে আয় করে নিয়েছে ১৭৬ কোটি টাকা। খবর বিবিসির।
তার খেলনার ভিডিওগুলো এ পর্যন্ত দুই হাজার ৬০০ কোটিবার দেখা হয়েছে। শুধু তাই নয়, এ চ্যানেলের এক কোটি ৭৩ লাখ ফলোয়ার রয়েছে।
জুন মাস নাগাদ এ শিশুটির ইউটিউব চ্যানেলটি এখনকার ইউটিউবের সেরা তারকা জ্যাক পলকে টপকে যাবে বলে ধারণা করছে ফোর্বস ম্যাগাজিন।
ভিডিও শুরুর আগে যে বিজ্ঞাপন দেখানো হয়, তা থেকেই ২১ মিলিয়ন ডলার (১৬৬ কোটি টাকা) আয় করেছে রায়ান।
এ ছাড়া এই ভিডিওতে যেসব খেলনার বর্ণনা তুলে ধরা হয়, সেসব খেলনা খুব দ্রুত বিক্রি হয়ে যায়।
Discussion about this post