টাঙ্গাইলের পার্ক বাজারে প্রায় অর্ধশত অবৈধ দোকানপাট ভেঙ্গে দিয়েছে ভ্রাম্যমান আদালত।
পার্ক বাজারের ১নং খাস খতিয়ান পেরি/ফেরি ভুক্ত অবৈধ সম্পতি উচ্ছেদ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকারের নেতৃতে এই আদালত পরিচালনা করা হয়। মঙ্গলবার দুপুরে প্রশাসনের সহযোগিতায় এসব দোকানপাট উচ্ছেদ করে।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকার বলেন, বার বার মৌখিক তাগিত দেওয়া সরতেও তারা এখান থেকে দুকান সরায়নি। তারপর সরকারের নির্দেশ ক্রমে টাঙ্গাইলের পার্ক বাজারে যে সকল অবৈধ দোকানপাট রয়েছে তাদেরকে আমরা ৪/৫ বার লিগাল নোটিশ দিয়েছি। লিগাল নোটিশ দেয়ার পরেও তারা তাদের অবৈধ দোকান গুলো অন্যত্র সরিয়ে নিয়ে যায়নি। এরপর আমরা মঙ্গলবার দিনব্যাপি এ অভিযান পরিচালনা করি। পার্কবাজার ছারাও করটিয়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের টিম উচ্ছেদ কার্যক্রম চালায় বলেও জানান তিনি।
Discussion about this post