টাঙ্গাইলের সখীপুরে ২৭ তম আন্তর্জাতিক ও ২০ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে একটি শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার আমিনুর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শওকত শিকদার, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সবুর রেজা, মহিলা বিষয়ক কর্মকর্তা ফিরুজা আক্তার, উপজেলা প্রতিবন্ধী ফোরামের সভাপতি সুমন সরকার, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল প্রমুখ বক্তব্য রাখেন।
Discussion about this post