দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনায় শুক্রবার ( ৩০ নভেম্বর) থেকে শুরু হয়েছে অর্থনৈতিক দিক থেকে প্রভাব প্রতিপত্তিশীল ১৯ দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের নেতাদের নিয়ে গঠিত জি-২০ শীর্ষ সম্মেলন। আর এ সম্মেলনে রুদ্ধদ্বার বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান।
তুরস্কের প্রভাবশালী সংবাদ মাধ্যম ‘ডেইলি সাবা’ এ খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়, সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর এটি তাদের প্রথম সাক্ষাৎ।
খবরে বলা হয়েছে, জি-২০ সম্মেলনের শেষ দিন দুই নেতা প্রায় ৫০ মিনিট রুদ্ধদ্বার বৈঠক করেন। আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
দুই নেতার বৈঠকে কী আলোচনা হয়েছে বা কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা তার বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।
তবে এরদোয়ান জানিয়েছেন, সিরিয়ায় তুরস্কের স্বার্থ নিয়ে আলোচনা হয়েছে।
Discussion about this post