উগ্র সাদ পন্থিদের গণহত্যার প্রতিবাদ ও ফরিদ, মাসুদ, ওয়াসিম ও নাসিমদের গ্রেফতারের দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১ টায় বিভিন্ন এলাকা থেকে দাওয়াতে তাবলিগের সাথী, ধর্মপ্রাণ মুসলমান ও জেলা কওমি ওলামা পরিষদের সদস্যরা কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেত হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে আসামীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে জেলা প্রশাসকের নিকট স্বারকলিপি প্রদান করা হয়।
এরআগে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল হাই, মুফতি আব্দুর রহমান, মাওলানা শামসুজ্জামান, মাওলানা আনোয়ার হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, বিশ্ব ইজতেমায় আধিপত্য নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ইসমাইল মন্ডল নামে একজন নিহত হয়েছে। তার সেই হত্যাকারীদের বিচার দাবি জানাচ্ছি। অনতিবিলম্বে আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। তা না হলে কঠোর থেকে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।
Discussion about this post