গাজীপুরের রাজেন্দ্রপুরে বাস ও লেগুনা সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে অন্তত পাঁচজন।
সোমবার সকাল সাড়ে ৭টার দিকে রাজেন্দ্রপুরের হালডোবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরো একজনের মৃত্যু হয়।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ওসি সমীর চন্দ্র সূত্রধর বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি সমীর চন্দ্র সূত্রধর জানান, দুর্ঘটনাকবলিত বাসটি কাপাসিয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথে ওই এলাকায় বিপরীতমুখী একটি যাত্রীবাহী লেগুনার সঙ্গে ওই বাসের মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে।
Discussion about this post